চিত্রা নদীর পারে উৎসব-আনন্দে মেতেছে শিক্ষার্থীরা

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ক্রেস্ট ও সনদপত্র হাতে শিক্ষার্থীরা। আজ সকালে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে
ছবি: সাদ্দাম হোসেন

নড়াইল শহরের পাশ ঘেঁষে বয়ে গেছে চিত্রা নদী। এস এম সুলতানের স্মৃতিবিজড়িত এ শহরেই বসেছিল মেধাবী শিক্ষার্থীদের মিলনমেলা। নড়াইলের নানা প্রান্ত থেকে কৃতী শিক্ষার্থীরা জড়ো হয় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে। সেখানে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় শিখো-প্রথম আলো জিপিএ-৫ কৃতী সংবর্ধনা অনুষ্ঠান। এতে উৎসব-আনন্দে মাতে শিক্ষার্থীরা।

আজ সকাল ৮টার দিকে উৎসব শুরু হয়। আগেই নিবন্ধন করা শিক্ষার্থীরা সংবর্ধনাস্থলে আসতে শুরু করে। শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থলে এসে নির্দিষ্ট বুথের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সার্টিফিকেট, ক্রেস্ট ও স্ন্যাকস বক্স সংগ্রহ করে।

নড়াইল সদরের মাইজপাড়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছে দুই বন্ধু স্পন্দন পোদ্দার ও মো.খায়রুল। একজন বিজ্ঞান বিভাগ থেকে, অপরজন মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। একসঙ্গেই ভর্তি হয়েছে মাইজপাড়া ডিগ্রি কলেজে। তারা জানায়, সংবর্ধনা অনুষ্ঠানে এসে খুব ভালো লাগছে। এখানে আসার জন্য তারা উদ্‌গ্রীব ছিল।

মিলনায়তনে মূল অনুষ্ঠান শুরুর আগে কৃতী শিক্ষার্থীরা উপস্থিত পরিবেশনায় অংশ নেয়। কেউ কবিতা আবৃত্তি করে, কেউ শোনায় রবীন্দ্রসংগীত ও গজল। মাতৃভাষা নিয়ে স্বরচিত কবিতাও আবৃত্তি করে এক শিক্ষার্থী। নড়াইল বন্ধুসভার সাধারণ সম্পাদক আবিদুর রহমান স্বাগত বক্তব্য দেন। শিক্ষার্থীদের সঙ্গে অনেক অভিভাবকও আসেন। ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন মো. শাহাবুদ্দিন। মেয়ে সাজনীন পারভীনকে নিয়ে এসেছেন সংবর্ধনা অনুষ্ঠানে। ঘুরে ঘুরে মেয়ের ছবি তুলে দিচ্ছিলেন। শাহাবুদ্দিন বলেন, ‘এমন একটা আয়োজন করার জন্য প্রথম আলোকে ধন্যবাদ। ছেলেমেয়েরা অনেক উৎসাহ পাচ্ছে।’

অনুষ্ঠানে সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইল জেলার সভাপতি মলয় কুমার কুণ্ডু বলেন, জাতীয় কবি কাজী নজরুল এমএ পাস করেননি। কিন্তু এমএ পাস করতে গেলে নজরুলকে নিয়ে পড়তে হয়। জ্ঞান মানে শুধু জিপিএ-৫ নয়, সব ধরনের বই পড়তে হবে। মস্তিষ্ককে ইতিবাচক কাজে লাগাতে হবে। স্মার্টফোন নেতিবাচকভাবে ব্যবহার না করে সৃষ্টিশীল কাজে ব্যবহার করতে হবে।

বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান বলেন, ‘আমাদের প্রজন্ম দেশটাকে স্বাধীন করে দিয়েছে। দেশটাকে উন্নতির শিখরে নেওয়ার দায়িত্ব এই নতুন প্রজন্মের। পরিবারকে ভালোবাসতে হবে, সমাজের প্রতি দায়িত্বশীল হতে হবে, দেশের প্রতি অঙ্গীকার থাকতে হবে।’

সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীরা। আজ নড়াইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে
ছবি: প্রথম আলো

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সামছুর রহমান বলেন, ইতিবাচক ও সৃষ্টিশীল কাজকে উৎসাহিত করে প্রথম আলো। শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ থাকলে হবে না, সংস্কৃতি, খেলাধুলাতেও এগিয়ে থাকতে হবে। সৃজনশীল, মানবিক মানুষ ও সুনাগরিক হতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নড়াইল বন্ধুসভার উপদেষ্টা আসলাম খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে আসা সবাইকে ধন্যবাদ জানান নড়াইল বন্ধুসভার সভাপতি শামীম আহম্মেদ।

সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে অনলাইনে নিজেদের নাম আগেই নিবন্ধন করেছিল ৩৫৮ শিক্ষার্থী। উৎসবে আসা শিক্ষার্থীদের হইহুল্লোড়ে নড়াইল শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ছিল উৎসবের আমেজ। ছোট ছোট দলে চলে আড্ডা। বন্ধুরা মিলে তোলে সেলফি।

ক্রেস্ট ও সনদপত্র হাতে শিক্ষার্থীরা। আজ নড়াইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে
ছবি: প্রথম আলো

নড়াইল সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে সুরাইয়া আলম ও নাবিলা ইসলাম। দুই বান্ধবী ভর্তি হয়েছে নড়াইল ভিক্টোরিয়া কলেজে। তারা জানায়, অনেক জেলাতে এই আয়োজনের খবর দেখেছে। তাদের জেলায় কবে হবে, সে অপেক্ষায় ছিল তারা।

সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য ছিল ক্রেস্ট, সার্টিফিকেট, প্রথম আলো ই-পেপার (এক মাস) ও চরকির (১৫ দিন) ফ্রি সাবস্ক্রিপশন, শিখোর সৌজন্যে বিনা মূল্যে কোর্স। পর্যায়ক্রমে সারা দেশের ৬৪ জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান হচ্ছে। এ আয়োজনে সহযোগিতা করছে ফ্রেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।