চট্টগ্রামে ডিসি হিলের বর্ষবরণ অনুষ্ঠানের অনুমতি মিলল

চট্টগ্রাম নগরের ডিসি হিলে বাংলা বর্ষবিদায় ও বরণের অনুষ্ঠান প্রায় অর্ধশত বছরের ঐতিহ্যফাইল ছবি

অবশেষে চট্টগ্রামের ডিসি হিলে বাংলা বর্ষবরণ অনুষ্ঠানের অনুমতি মিলেছে। আজ বৃহস্পতিবার জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে সভা শেষে সীমিত আকারে অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয়।

জেলা প্রশাসক ফরিদা খানম সভায় সভাপতিত্ব করেন। বেলা তিনটার দিকে সভাটি শেষ হয়। সভায় সম্মিলিত পয়লা বৈশাখ উদ্‌যাপন পরিষদের সংগঠকেরা উপস্থিত ছিলেন। এর আগে গত মঙ্গলবার অনুষ্ঠিত সভায় নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে অনুষ্ঠানের অনুমতি ঝুলিয়ে রাখা হয়।

আজ সভা শেষে পরিষদের সমন্বয়ক সুচরিত দাশ প্রথম আলোকে বলেন, ‘সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত বর্ষবরণের অনুষ্ঠান করার অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আমরা বলেছি, শেষ করতে হয়তো ১৫ মিনিট বেশি সময় লাগতে পারে। কারণ, আমাদের সংগঠন বেশি।’

সোমবার বাংলা বর্ষবরণ অনুষ্ঠান ডিসি হিলে শুরু হবে সকাল সাড়ে ছয়টার দিকে। ৫০টির বেশি সংগঠন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবে। এবার ডিসি হিলে বর্ষবরণের অনুষ্ঠানটি ৪৭ বছরে পা দিচ্ছে। আগে বর্ষবিদায় ও বরণ অনুষ্ঠান দুই দিনব্যাপী হতো। করোনার পর থেকে তা এক দিনের আয়োজন হচ্ছে।

গত ১৩ ফেব্রুয়ারি সম্মিলিত পয়লা বৈশাখ উদ্‌যাপন পরিষদ বর্ষবরণ অনুষ্ঠানের অনুমতি চেয়ে আবেদন জানায় জেলা প্রশাসক বরাবর। নানা অনিশ্চয়তার পর আজ অনুষ্ঠানের অনুমতি মিলেছে।

জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, প্রতিবছরের মতো এবারও ডিসি হিলে পয়লা বৈশাখের অনুষ্ঠান হবে। ব্যাপ্তি কমিয়ে বিকেল চারটা পর্যন্ত অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয়।

এদিকে আজ বেলা ১১টায় নগর পুলিশ কার্যালয়ে নববর্ষ উদ্‌যাপন–সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। সভায় অনুষ্ঠানের নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা হয়। এতে ডিসি হিল, সিআরবি ও শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠেয় বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজকেরা উপস্থিত ছিলেন।