মোটরসাইকেল চালানোর সময় মুঠোফোনে কথা বলছিলেন ব্যবসায়ী, বাসচাপায় মৃত্যু

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় অজ্ঞাত একটি বাসের চাপায় আবুল হোসেন তালুকদার (৫৫) নামে মোটরসাইকেল আরোহী এক সার ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার উপজেলার আহম্মদপুর এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ী আবুল হোসেন তালুকদার উপজেলার বালিয়া গ্রামের মৃত মাহমুদউল্লাহ তালুকদারের ছেলে। তিনি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) একজন সারের ডিলার ছিলেন।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল আটটার দিকে আহম্মদপুর বাজার থেকে মোবাইলে কথা বলতে বলতে মোটরসাইকেলে বনপাড়ার দিকে যাচ্ছিলেন ব্যবসায়ী আবুল হোসেন তালুকদার। এ সময় বনপাড়ার দিক থেকে আসা অজ্ঞাত একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ব্যবসায়ী আবুল হোসেন নিহত হন। খবর পেয়ে ঝলমলিয়া হাইওয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মাসুদ রানা প্রথম আলোকে বলেন, কানে মোবাইল ফোনে ঠেকিয়ে কথা বলতে বলতে মোটরসাইকেল চালাচ্ছিলেন ওই ব্যবসায়ী। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত বাস তাঁকে চাপা দেয়। ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বাসটি শনাক্তের চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।