টাঙ্গাইলে বাস ও ট্রাকের সংঘর্ষে দুই চালক নিহত

টাঙ্গাইলে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে উভয় যানবাহনের দুই চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। আজ রোববার ভোরে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের সল্লা এলাকায় এই ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই ) জিলকদ হোসেন বলেন, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস ভোর সাড়ে পাঁচটার দিকে কালিহাতী উপজেলার সল্লা এলাকায় পৌঁছায়। তখন ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী মালবাহী ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের পেছনে ধাক্কা দেয় একটি পিকআপ ভ্যান। নিহত বাসের চালক মিকাইল (৩০) ঢাকার সাভার উপজেলার বেগুনবাড়ি গ্রামের আবদুল আলীর ছেলে। নিহত ট্রাকচালক মানিক (২৫) ঠাকুরগাঁও সদর উপজেলার মুক্তারমেলা গ্রামের আফজাল হোসেনের ছেলে।

আহত ব্যক্তিদের মধ্যে সাতজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন ফিরোজ (৩০), মুসা (৩৫), আনোয়ার (৪০), রিক্তা রায় (৪৫), শিউলি খাতুন (৩৮), লামিয়া (৭) ও আক্তার হোসেন (৪৫)। তাঁরা সবাই বাসের যাত্রী।

এদিকে দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।