লালমনিরহাটে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব
ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করার অভিযোগে বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব ওরফে দুলুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। সাবেক উপমন্ত্রী আসাদুল লালমনিরহাট জেলা বিএনপিরও সভাপতি। গতকাল বুধবার রাতে লালমনিরহাট সদর থানায় মামলাটি করেন রকিবুল হাসান খান নামের এক আইনজীবী।

মামলার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক। তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের ২১ ধারায় মামলা দায়ের হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে মামলাটি রেকর্ড করা হয়। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে জোর চেষ্টা চলছে।

ডিজিটাল নিরাপত্তা আইনের ২১ নম্বর ধারা অনুযায়ী, ডিজিটাল মাধ্যমে জাতির পিতার বিরুদ্ধে কোনো প্রকার প্রপাগান্ডা বা প্রচারণা দণ্ডনীয় অপরাধ। বাদীর অভিযোগ, আসাদুল হাবিব জনসম্মুখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে মিথ্যা প্রপাগান্ডা এবং প্রচারণা অব্যাহত রেখেছেন। বিএনপি–জামায়াত জোট সরকারের সময় করেছেন, এখনো করছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ৩০ আগস্ট লালমনিরহাট জেলা বিএনপির কার্যালয়ের সামনে রাস্তার ওপর দাঁড়িয়ে আসাদুল হাবিব তাঁর বক্তব্যে বঙ্গবন্ধুকে কটাক্ষ করে বক্তব্য দেন। এ বক্তব্য তাঁর মদদে ‘বিএনপির মিডিয়া সেল’ নামক আইডি থেকে ফেসবুকে লাইভ করা হয়। এর মাধ্যমে জাতির পিতার বিরুদ্ধে ব্যঙ্গাত্মক ও অসম্মানজনক প্রচারণা চালান আসাদুল। এ ছাড়া সর্বশেষ ৬ সেপ্টেম্বর লালমনিরহাট সদর উপজেলা খুনিয়াগাছ ইউনিয়নের মিলন বাজারে এক জনসভায় আসাদুল হাবিব প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেন।

মামলায় একমাত্র আসামি করা হয়েছে আসাদুল হাবিবকে। সাক্ষী করা হয়েছে ১৯ জনকে। তাঁদের মধ্যে রয়েছেন লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সফুরা বেগম, লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম ও লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান।

মামলার বিষয়ে আসাদুল হাবিব বলেন, ‘এলাকায় আমার বিপুল জনপ্রিয়তায় ভীত হয়ে তারা রাজনৈতিক উদ্দেশ্যে আমার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছে। রাজপথে এবং আদালতে এর মোকাবিলা করব ইনশা আল্লাহ।’