গাইবান্ধায় হেরোইন বিক্রির দায়ে একজনের যাবজ্জীবন

আদালত
প্রতীকী ছবি

গাইবান্ধায় হেরোইন বিক্রির দায়ে আবদুল মালেক (৩৬) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আলাদত। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে তাঁকে।

সোমবার দুপুরে গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) আদালতের বিচারক মুনতাসির আহমেদ এ রায় দেন। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত আবদুল মালেকের বাড়ি গাইবান্ধা শহরের দক্ষিণ ধানঘড়া এলাকায়। তিনি ওই এলাকার মৃত ময়েজ উদ্দিনের ছেলে। রায় ঘোষণার সময় আবদুল মালেক আদালতে উপস্থিত ছিলেন।

আসামির পক্ষে মামলাটি পরিচালনা করেন জাহাঙ্গীর হোসেন। মামলার বিবরণে জানা যায়, আবদুল মালেক ২০২১ সালের ১৭ মার্চ গাইবান্ধা শহরের সুন্দরজাহান মোড় এলাকায় একটি চায়ের দোকানের সামনে হেরোইন বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদর থানা–পুলিশ সেখানে অভিযান চালিয়ে ২৮৫ গ্রাম হেরোইনসহ তাঁকে আটক করে।

পরদিন সদর থানার উপপরিদর্শক আসাদুজ্জামান বাদী হয়ে আবদুল মালেককে আসামি করে মামলা করেন। ওই বছরের ২৪ মে তাঁকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। সাক্ষ্যপ্রমাণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ এ রায় দেন।