ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সীমান্ত
প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে জিন্নাত আলী (৫০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। আজ শনিবার বেলা দেড়টার দিকে উপজেলার জগদল সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জিন্নাত আলী উপজেলার ধর্মগড় চেকপোস্ট কলোনি গ্রামের বাসিন্দা। রানীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আবুল কাশেম প্রথম আলোকে বলেন, আজ বেলা দেড়টার দিকে জিন্নাত আলী গবাদিপশুর ঘাস কাটতে জগদল সীমান্তের ৩৭৪ নম্বর পিলার এলাকায় যান। তখন তাঁকে লক্ষ্য করে বিএসএফের সদস্যরা গুলি ছোড়েন। এতে জিন্নাত আলীর কোমরে গুলি লাগে। গুলির আওয়াজ শুনে স্থানীয় লোকজন জিন্নাতকে উদ্ধার করেন। পরে ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গুলফামুল ইসলাম মণ্ডল বলেন, বিএসএফের গুলিতে সীমান্তে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার খবর পেয়েছেন। তাঁরা নিহত জিন্নাতের বাড়ির দিকে যাচ্ছেন। ঘটনাস্থলে যাওয়ার পর এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজীর আহম্মদ প্রথম আলোকে বলেন, দুপুরে জিন্নাত আলী জগদল সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে ৩৭৪ নম্বর পিলার এলাকার কাঁটাতারের কাছে চলে যান। সেই সময় ১৫২ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা তাঁকে লক্ষ্য করে গুলি করেন। এ ঘটনায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। বিজিবির পক্ষ থেকে নিরীহ বাংলাদেশির ওপর গুলি ছোড়ার ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। বিজিবির পক্ষ থেকে যা যা করা দরকার, তাঁরা সেটি করছেন বলে তিনি জানান।