আশুলিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে চাঁদা দাবি, গ্রেপ্তার ৩

গ্রেপ্তার
প্রতীকী ছবি

সাভারের আশুলিয়ায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক দোকানদারের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আশুলিয়ার ডেন্ডাবর পল্লী বিদ্যুৎ এলাকা থেকে তাঁদের আটক করে র‍্যাব–৪–এর একটি দল। পরে রাতে আশুলিয়া থানায় ভুক্তভোগীর করা একটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার দুপুরে আদালতে পাঠায় আশুলিয়া থানা–পুলিশ।

গ্রেপ্তার তিনজন হলেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার আমিনুল ইসলাম (৪৫), ফরিদপুরের সালথা উপজেলার মো. শামীম (৪৫) ও আশুলিয়ার ইয়ারপুর মণ্ডলপাড়া এলাকার কাহিরুল ইসলাম ওরফে খাইরুল (৪৫)। ভুক্তভোগী দোকানমালিকের নাম মফিজ শেখ (৫৫)। তিনি মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার আবু ডাঙ্গা গ্রামের বাসিন্দা। আশুলিয়ার গাজিরচটে ভাড়া বাসায় থেকে তিনি জামগড়া এলাকায় সোনিয়া মার্কেট এলাকায় ইলেকট্রিক মিস্ত্রির একটি দোকান চালান।

খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় আশুলিয়ার ডেন্ডাবর পল্লী বিদ্যুৎ এলাকা থেকে র‍্যাব-৪–এর একটি টহল দল ওই চার ব্যক্তিকে আটক করে। পরে আশুলিয়া থানা–পুলিশের কাছে তাঁদের হস্তান্তর করে র‍্যাব।

মামলার এজাহারে বলা হয়েছে, গত সোমবার সন্ধ্যায় আমিনুল, শামীম ও কাহিরুল ইসলাম ওরফে খাইরুল আশুলিয়ার জামগড়া এলাকায় সোনিয়া মার্কেটে মফিজ শেখের দোকানের সামনে এসে নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে দোকানের ট্রেড লাইসেন্স দেখতে চান। পরে তাঁরা মফিজের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। কথাবার্তার একপর্যায়ে সন্দেহ হলে ভুক্তভোগী তাঁদেরকে পরদিন আসতে বলেন। পরদিন বিকেল সাড়ে পাঁচটার দিকে আশুলিয়ার ডেন্ডাবর পল্লী বিদ্যুৎ এলাকায় তাঁদের সঙ্গে ভুক্তভোগীর দেখা হলে পুনরায় ৫০ হাজার টাকা দাবি করেন ওই তিন ব্যক্তি।

এ সময় মফিজ ওই তিন ব্যক্তির কাছে পরিচয়পত্র দেখাতে বললে তাঁরা কৌশলে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাঁদের আটক করে ওই এলাকায় টহলরত র‍্যাব সদস্যদের বিষয়টি জানানো হয়। র‍্যাব ঘটনাস্থল থেকে তাঁদের আটক করে। পরে তাঁদের আশুলিয়া থানা–পুলিশের কাছে হস্তান্তর করে র‍্যাব।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানা–পুলিশের উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, আসামিরা ডিবি পুলিশ পরিচয় দিয়ে চাঁদা দাবি করেছিলেন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁদের আটক করে র‍্যাবকে খবর দেয়। র‍্যাব পরে আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করে। মঙ্গলবার দিবাগত রাতে ভুক্তভোগীর করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।