ময়মনসিংহে বিএনপির সমাবেশের আগে বিভিন্ন সড়কে বাস বন্ধ

বাস বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। আজ সকালে নগরের পাটগুদাম আন্তজেলা বাস টার্মিনাল এলাকায়
ছবি: আনোয়ার হোসেন

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার দুপুরে ময়মনসিংহে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। তবে সমাবেশের আগে অভ্যন্তরীণ রুটসহ ময়মনসিংহ থেকে আন্তজেলা রুটে বাস চলাচল করছে না। এতে সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

আজ সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক ও শম্ভুগঞ্জ মোড় এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, ময়মনসিংহের অভ্যন্তরীণ রুটে বাস চলছে না। নগরের পাটগুদাম আন্তজেলা বাস টার্মিনালেও কিশোরগঞ্জ, শেরপুর ও নেত্রকোনাগামী কোনো বাস ছাড়তে দেখা যায়নি। ওই তিন জেলা থেকে ময়মনসিংহ হয়ে ঢাকাগামী যেসব বাস চলাচল করে, সেগুলোও চলছে না বলে জানা গেছে। তবে ময়মনসিংহ থেকে ঢাকাগামী বাস চলাচল স্বাভাবিক রয়েছে। এ ছাড়া কিশোরগঞ্জ, শেরপুর, নেত্রকোনা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী হাতে গোনা কয়েকটি বাস ময়মনসিংহ হয়ে চলতে দেখা গেছে।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, আজ বেলা দুইটার দিকে ময়মনসিংহ নগরের পলিটেকনিক ইনস্টিটিটিউট মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশে ময়মনসিংহ বিভাগের চারটি জেলা থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী যোগ দেবেন। বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ, বিএনপির সমাবেশে জনসমাগম ঠেকাতে ক্ষমতাসীন দলের নির্দেশে পরিবহনমালিকেরা আন্তজেলা ও ময়মনসিংহ হয়ে ঢাকাগামী বাস বন্ধ করে দিয়েছেন।

এদিকে বাস বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। আজ সকালে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ বাসস্ট্যান্ডে দেখা যায়, অসংখ্য যাত্রী বাসের অপেক্ষায় আছেন। আল আমিন হোসেন নামের এক যাত্রী বলেন, বাস বন্ধ থাকবে—এমন কোনো খবর তিনি জানতেন না। অনেকক্ষণ ধরে বাসের জন্য দাঁড়িয়ে আছেন, কিন্তু কোনো বাস আসছে না।

বাস না পেয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ, ময়মনসিংহ-নেত্রকোনা ও ময়মনসিংহ-শেরপুর সড়কের যাত্রীরা ইজিবাইকে দ্বিগুণ ভাড়ায় ময়মনসিংহে আসছেন বলে খোঁজ নিয়ে জানা গেছে। তবে এসব ইজিবাইক ময়মনসিংহ শহরের ভেতরে ঢুকছে না। শম্ভুগঞ্জ মোড় এলাকায় নেমে আবারও অন্য ইজিবাইকে করে শহরে ঢুকতে হচ্ছে।

বাস বন্ধের বিষয়ে জানতে ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির কোচ বিভাগের সম্পাদক সোমনাথ সাহার মুঠোফোনে সকাল থেকে একাধিকবার কল করা হয়। তবে তিনি কল ধরেননি।

ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঁঞা বলেন, বিএনপির সমাবেশকে ঘিরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তবে বাস বন্ধের বিষয়টি তিনি জানেন না।