নদে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু

পানিতে ডুবে শিশুমৃত্যু
প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার কুলিক নদে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার লেহেম্বা ইউনিয়নের খঞ্জনা গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো ইয়াসমিন (১০) ও তসলিমা (১১)। ইয়াসমিন খঞ্জনা গ্রামের ইব্রাহীম আলীর মেয়ে। আর তসলিমা আক্তার দিনাজপুর সদর উপজেলার ইউসুফ আলীর মেয়ে। তসলিমা তার নানাবাড়িতে বেড়াতে এসেছিল।

শিশু দুটির পরিবারের বরাত দিয়ে লেহেম্বা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম প্রথম আলোকে বলেন, আজ ‍দুপুরে ইয়াসমিন ও তসলিমা একসঙ্গে কুলিক নদে গোসল করতে নামে। কিছুক্ষণ পর তারা ডুবে যায়। আশপাশের লোকজন তা দেখে ছুটে এসে নদে শিশু দুটিকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে ইয়াসমিনকে মৃত অবস্থায় উদ্ধার করেন তাঁরা। পরে তসলিমাকে উদ্ধার করে রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পানিতে ডুবে শিশু দুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।