চট্টগ্রামে এমবিবিএস ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ৪৩৩ শিক্ষার্থী
সারা দেশের মতো চট্টগ্রামেও আজ শুক্রবার সকালে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের পাঁচটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৪৩৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এক ঘণ্টার এমবিবিএস ভর্তি পরীক্ষার জন্য এইচএসসি উত্তীর্ণ ১৩ হাজার ৪৩৫ শিক্ষার্থী নাম নিবন্ধন করেন। কিন্তু পরীক্ষায় উপস্থিত ছিলেন ১০ হাজার ২ জন। চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) অধীন এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। চমেক অধ্যক্ষ মো. জসিম উদ্দিন অনুপস্থিত থাকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শান্তিপূর্ণভাবে চট্টগ্রামে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৪৩৩ শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
পরীক্ষা উপলক্ষে পাঁচটি ভেন্যুতে ব্যাপক পুলিশি নিরাপত্তা নেওয়া হয়। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজে সর্বোচ্চসংখ্যক ৪ হাজার ৬৪৩ পরীক্ষার্থী অংশ নেন। এ ছাড়া চট্টগ্রাম কলেজে ২ হাজার ৩৮১ জন ও ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ৩ হাজার ১৫৭ জন পরীক্ষা দেন। চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে পরীক্ষা দেন ১ হাজার ৬৭৪ জন। প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়া ক্যাম্পাসে পরীক্ষায় অংশ নেন ১ হাজার ১৪৭ জন।
এমবিবিএস ২০২৪-২৫ বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে সকাল আটটা থেকে নির্ধারিত কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা অভিভাবকসহ উপস্থিত হতে থাকেন। চমেক ক্যাম্পাসসহ পাঁচটি ভেন্যুতে বাইরে এ সময় অভিভাবকদের অপেক্ষা করতে দেখা যায়। বেলা ১১টায় পরীক্ষা শেষ হওয়ার পর যানবাহন–সংকট দেখা দেয় মেডিকেলসহ বিভিন্ন জায়গায়।