রহস্যে ঘেরা গাজীপুরের হত্যাকাণ্ড
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে একটি বাসা থেকে রহিমা বেগম (৩৮) নামের এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় গুরুতর জখম অবস্থায় তার স্বামী ইমরান হোসেনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ তাদের ১৬ বছর বয়সী মেয়েকে হেফাজতে নিয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। তবে, মেয়েটির বক্তব্যে অসঙ্গতি থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহত রহিমা বেগমের লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।