চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতির জাঙ্গালিয়া এলাকায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১১ জনের প্রাণহানির ঘটনায় বাসচালককে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁর নাম সোহেল তালুকদার (২৭)। তিনি ঢাকার দক্ষিণ খান এলাকার মো. হানিফের ছেলে। গতকাল রোববার সন্ধ্যায় ঢাকা থেকে তাঁকে র্যাব-৪–এর একটি দল গ্রেপ্তার করে।
গত ২ এপ্রিল সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতিতে কক্সবাজারমুখী মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের ১০ জন যাত্রী নিহত হন। পরে হাসপাতালে মারা যান আরও একজন যাত্রী। ঘটনার পর থেকেই রিলাক্স পরিবহনের বাসটির চালক সোহেল পলাতক ছিলেন।
এ ঘটনায় রফিকুল ইসলাম নামের নিহত এক ব্যক্তির শ্যালক রবিউল হোসাইন দোহাজারী হাইওয়ে থানায় মামলা করেন। এতে রিলাক্স পরিবহনের বাসটির চালক সোহেলকে আসামি করা হয়েছিল। সোহেলকে গ্রেপ্তারের বিষয়টি মামলার তদন্তকারী কর্মকর্তা ও দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম নিশ্চিত করেছেন।
ওসি মাহাবুব আলম আজ সোমবার দুপুরে প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যায় ঢাকার আজিমপুর এলাকা থেকে র্যাব সোহেল তালুকদারকে গ্রেপ্তার করে। এরপর তাঁকে মিরপুর থানায় হস্তান্তর করা হয়। গত রাতে সেখান থেকে তাঁকে দোহাজারী হাইওয়ে থানায় আনার পর আজ সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।