ময়মনসিংহে বাড়ি ফেরার পথে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

কুপিয়ে জখমপ্রতীকী ছবি

ময়মনসিংহের ধোবাউড়ায় বাড়ি ফেরার পথে ছাত্রদলের এক নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলার দুধনই সরকারি প্রাথমিক বিদ্যালয়–সংলগ্ন রাস্তায় দেশি অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। পরে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত জালাল উদ্দিন উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নের কাশিনাথপুর গ্রামের বাসিন্দা ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক।

স্থানীয় বিএনপির নেতা-কর্মী ও কয়েকজন প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, গতকাল ধোবাউড়া ডাকবাংলো চত্বরে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন জালাল উদ্দিন। রাত ৯টার দিকে ঘটনাস্থলে পথ রোধ করে জালালের ওপর দেশি অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় একদল দুর্বৃত্ত। পরে তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে যান। সেখানে আহত অবস্থায় উদ্ধারের পর তাঁকে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তাঁরা। পরে উন্নত চিকিৎসার জন্য জালালকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাঁর মাথা ও হাতে গভীর ক্ষত দেখা গেছে।

ধোবাউড়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্যসচিব মামুন হাসান দাবি করেন, মূলত পূর্ববিরোধের জেরে হামলার ঘটনাটি ঘটেছে। মাস দুয়েক আগে একটি বিষয় নিয়ে রাউতি গ্রামের দেলোয়ার হোসেন ও তাঁদের লোকজন মামুন হাসানের ওপর ক্ষুব্ধ ছিলেন। গতকাল রাতে দেলোয়ার তাঁর লোকজন নিয়ে এ হামলা করেন।

এদিকে জালাল উদ্দিনের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ। ঘটনার পরপর ফেসবুকে স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ধোবাউড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দিনের ওপর নৃশংস হামলাকারীর বিচার হবেই হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান, দ্রুত হামলাকারীদের আটক করুন, সে যেই হোক না কেন।’

এ ঘটনার পরপর অভিযুক্ত দেলোয়ার ও তাঁর লোকজন এলাকা ছেড়ে পালিয়েছেন বলে জানান ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন সরকার। তিনি বলেন, ‘আমরা আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। তবে প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, স্থানীয় বাসিন্দাদের মধ্যে আগের বিরোধ নিয়ে এ হামলার ঘটনা। ঘটনার সঙ্গে দেলোয়ার হোসেনসহ যাদের নাম এসেছে, তাদের বাড়িতে পুলিশ গতকাল রাতেই অভিযানে যায়। কিন্তু ঘটনা ঘটিয়েই জড়িতরা এলাকা ছেড়ে পালিয়েছেন।’