বাকেরগঞ্জে বিএনপির প্রস্তুতি সভায় ছাত্রলীগের হামলা, আহত ৩০

বরিশাল জেলার মানচিত্র

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভায় ছাত্রলীগের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। আজ শনিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে উপজেলার গারুড়িয়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের দেলোয়ার হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

হামলায় বিএনপির ৩০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। জ্বালানির মূল্যবৃদ্ধিসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ২৮ আগস্ট কেন্দ্রঘোষিত বিক্ষোভ সমাবেশ কর্মসূচি সফল করতে গারুড়িয়া ইউনিয়ন বিএনপি প্রস্তুতি সভা করছিল। ওই সভায় হামলার ঘটনা ঘটে।

উপজেলা বিএনপির নেতা-কর্মীরা জানান, কেন্দ্রঘোষিত কর্মসূচি সফল করতে আজ বিকেল পাঁচটায় গারুড়িয়া ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা চলছিল। এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জন নেতা-কর্মী সভায় হামলা করেন। হামলায় উপজেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হারুন-অর-রশিদসহ সংগঠনের ৩০ নেতা-কর্মী আহত হয়েছেন।

হামলায় হতাহত কয়েকজনের নাম জানা গেছে। তাঁরা হলেন গারুড়িয়া ইউনিয়ন বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মাহফুজ গাজী (৪৫), শ্রমিক দল নেতা তোজম্বর হাওলাদার (৬৫), ১ নম্বর ওয়ার্ডের সভাপতি শাহ আলম সিকদার (৬০), ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক টিটু গাজী (৪০), ইউনিয়ন বিএনপির সভাপতি মতলেব খান (৬০), ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সজীব (২৫), হেমায়ত মৃধা, ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফারুক হাওলাদার, ইউপি সদস্য ফকরুদ্দীন, ছাত্রদল নেতা সজল, সোহাগ।

হামলায় আহত সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হারুন-অর-রশিদ জোমাদ্দার বলেন, তেল-গ্যাসসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও লোডশেডিংয়ের প্রতিবাদে আগামীকাল ২৮ আগস্ট উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। ওই সমাবেশ সফল করার লক্ষ্যে আজ বিকেলে গারুড়িয়া ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা চলছিল। উপজেলা ছাত্রলীগ সভাপতির নেতৃত্বে তাঁদের সভায় হামলা করেন।

বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) সুদীপ্ত সরকার প্রথম আলোকে বলেন, ‘হামলার খবর পেয়েছি। এ ব্যাপারে খোঁজ নিচ্ছি।’

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন মিলন বলেন, হামলার বিষয়ে বিএনপির পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। তাঁরা লোক মারফত জানতে পেরে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়েছেন। এ বিষয়ে এখনো তাঁরা কোনো অভিযোগ পাননি।