জমিসংক্রান্ত বিরোধের জেরে স্বজনদের হামলায় দুই বোন নিহত
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে স্বজনদের হামলায় দুই বোন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁদের মা। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই বোন হলেন শামিমা সুলতানা (২৫) ও মিম সুলতানা (২৩)। তাঁরা কাঁঠালকান্দি গ্রামের আবু মিয়ার মেয়ে। আহত অবস্থায় তাঁদের মা হাজেরা বেগম (৫৫) মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৈতৃক জমির মালিকানা নিয়ে নিহত দুজনের সঙ্গে বিরোধ চলছিল চাচা মাসুক আলীর (৫৫)। বিকেলে ওই জমিতে শ্রমিক নিয়ে চাষ করতে যান শামিমা ও মিম। এ সময় মাসুক আলী, তাঁর স্ত্রী রাহেনা ও ছেলে বাবু দেশি অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালান। ঘটনাস্থলে দুই বোনের মৃত্যু হয়। মা হাজেরা বেগম তাঁদের রক্ষা করতে গেলে তিনিও গুরুতর আহত হন।
খবর পেয়ে কমলগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। তারা মরদেহ উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে সেখান থেকে মরদেহ দুটি মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় এবং আহত হাজেরা বেগমকে ভর্তি করা হয় সদর হাসপাতালে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়েছি। অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে গেছেন। ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’