বরিশাল নগরে তিন চাকার ব্যাটারিচালিত ইজিবাইক চলাচলের অনুমতি দেওয়া শুরু করেছে সিটি করপোরেশন। ঈদের আগে নগরে পাঁচ হাজার ইজিবাইক চলাচলের অনুমোদন দেবে কর্তৃপক্ষ। এ জন্য চালকেরা পাবেন আলাদা পোশাক।
বরিশাল নগরের প্রয়াত সিটি মেয়র শওকত হোসেন হিরণের মেয়াদকালে ২ হাজার ৬০০ ইজিবাইক চলাচলের অনুমোদন দেওয়া হয়েছিল। পরে মেয়র আহসান হাবিব কামাল ও সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এসব যানের লাইসেন্স নবায়ন না করায় নগরীতে সেগুলো অবৈধ হিসেবে গণ্য হতো। ইজিবাইকচালকেরা জানান, বর্তমানে নগরে অন্তত ১৫ হাজার তিন চাকার যান আছে।
সিটি করপোরেশন সূত্র বলছে, নগরে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফেরাতে পাঁচ হাজার হলুদ ইজিবাইক চলাচলের অনুমতি দেওয়ার উদ্যোগ নিয়েছেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। আজ রোববার প্রথম পর্যায়ে ৩০ জন চালকের কাছে ‘ব্লু বুক’ ও পোশাক হস্তান্তর করা হয়। নগরের ত্রিশ গোডাউন এলাকায় আনুষ্ঠানিকভাবে এসব বিতরণ করা হয়।
এ সময় মহানগর পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম আব্বাস চৌধুরী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস উপস্থিত ছিলেন।
এদিকে নির্বাচনের আগে বরিশালে তিন চাকার ব্যাটারিচালিত যান চলাচলের অনুমোদন দেওয়াকে ‘নির্বাচনী কৌশল’ বলে মনে করছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা শাখার সদস্যসচিব মনীষা চক্রবর্তী। তিনি অভিযোগ করে বলেন, ইজিবাইক-অটোচালক ও মালিকদের ভোট বাগাতে মেয়াদের শেষ সময়ে মেয়র সাদিক আবদুল্লাহ এমন পদক্ষেপ নিয়েছেন।