রাজশাহীর বানেশ্বরে ব্যস্ত সড়কে ককটেল বিস্ফোরণ

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে ব্যস্ত রাস্তার ওপরে ককটেল বিস্ফোরণ ঘটেছে। শনিবার রাত সাড়ে নয়টার দিকে রাজশাহী-নাটোর মহাসড়কের ওপর এই ঘটনা ঘটে।

ওই ঘটনার পর রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান দাবি করেছেন, তাঁর নির্বাচনী কার্যালয়ের পাশে কর্মীদের লক্ষ্য করে পেট্রলবোমা ছোড়া হয়েছে। এতে তাঁর তিন কর্মী আহত হয়েছেন। তিনি আহত একজনের নাম জানিয়েছেন। তাঁর নাম রকি (৩০), বাড়ি বানেশ্বর ইউনিয়নে।

রাজশাহী-৫ আসনে এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য আবদুল ওয়াদুদ। একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন রাজশাহী জেলা যুবলীগের সাবেক সহসভাপতি ওবায়দুর রহমান। তাঁর বাড়ি পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায়।

ওই বিস্ফোরণের পর ওবায়দুর রহমান সাংবাদিকদের জানান, বানেশ্বরে তাঁর বাসার পাশেই একটি নির্বাচনী কার্যালয় রয়েছে। একটি মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা এই কার্যালয়ে কর্মীদের লক্ষ্য করে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এটা পেট্রলবোমার বিস্ফোরণ ছিল। এ সময় রকি নামের তাঁর একজন কর্মীর মাথার পেছনের দিকের চুল পুড়ে গেছে। আর কোনো ক্ষতি হয়নি।

তবে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, বানেশ্বর বাজারের ভেতর দিয়েই রাজশাহী-নাটোর মহাসড়ক। এই সড়কের ওপরে অনেক ট্রাক এক পাশে রাখা ছিল। অন্য যানবাহনও চলছিল। এর মধ্যে হঠাৎ রাত ৯টা ২৭ মিনিটে বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। তিনি ওই এলাকাতেই ছিলেন। ঘটনার পর এলাকা পরিদর্শন করে ককটেলের কৌটার মাথার একটি অংশ উদ্ধার করেন। রাস্তার ওপরে বিস্ফোরণের চিহ্ন ছিল। এতে কোনো ব্যক্তি আহত হয়েছেন বলে পুলিশ জানতে পারেনি।