মুন্সিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত কলেজছাত্রের মৃত্যু

ইমন সিকদার
ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত কলেজছাত্র মো. ইমন সিকদার (১৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোর চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইমনের মৃত্যু হয়। এর আগে গত মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার ভবেরচর-রসুলপুর সড়কে চরপাথালিয়া সেতুর ঢালে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি।

ইমন ভবেরচর ইউনিয়নের চরপাথালিয়া গ্রামের ইব্রাহিম সিকদারের ছেলে। তিনি উপজেলার জুরানপুর আদর্শ ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

ইমনের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে চরপাথালিয়া গ্রামের তিন বন্ধু ইমন, সাঈদ ও ফাইয়াদ রসুলপুর ফুলদী নদীতে গোসল করার উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা দেন। বেলা ১১টার দিকে ভবেরচর-রসুলপুর সড়কের মাথাভাঙ্গা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের চালক ফাইয়াদ নিয়ন্ত্রণ হারান। এ সময় সড়কের পাশে থাকা দেয়ালের সঙ্গে ওই মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের চালক ফাইয়াজ এবং আরোহী ইমন ও সাঈদ গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আজ সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইমন মারা গেছেন। আহত অন্য দুজন এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ইমনের চাচা আমিরুল ইসলাম বলেন, ‘ইমন আমার বড় ভাইয়ের একমাত্র ছেলে ছিল। ছেলেটা সব সময় চাচা চাচা করত। বাঁচানোর জন্য আমরা কত চেষ্টা করলাম। আজ বৃহস্পতিবার ভোরে আমাদের ছেড়ে চলে গেল।’