সিলেটে খাটের ওপর পড়ে ছিল কলেজছাত্রীর গলাকাটা লাশ
সিলেট নগরের খুলিয়াটুলা এলাকার একটি কক্ষের খাটের ওপর থেকে সনিয়া আক্তার (২১) নামের এক কলেজছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুর ১২টার দিকে নগরের খুলিয়াটুলা এলাকার জহুর আলীর বাসা থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়।
নিহত সনিয়া আক্তার সিলেটের জকিগঞ্জ উপজেলার শীতল জোড়া গ্রামের সেলিম মিয়ার মেয়ে। তিনি সিলেটের দক্ষিণ সুরমা নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, সনিয়া পরিবারের সদস্যদের সঙ্গে খুলিয়াটুলা এলাকার জহুর আলীর বাসায় ভাড়া থাকতেন। গতকাল শনিবার তাঁর বাবা সেলিম মিয়া অসুস্থ হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ওই ছাত্রীর মা–ও হাসপাতালে ছিলেন। তবে বোনসহ পরিবারের অন্যদের সঙ্গে গতকাল রাতে তাঁর মামাতো ভাই সজীব নামের এক যুবকও বাড়িতে ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাত ১২টার দিকে ওই কলেজছাত্রীর বাসায় গিয়েছিলেন সজীব। পরে আজ সকালে তিনি বাসা থেকে বের হয়ে যান। সে সময় বাড়ির অন্যরা ঘুমিয়ে ছিলেন। পরে বেলা ১১টার দিকে ঘরের অন্য সদস্যরা উঠে সনিয়ার কক্ষে গেলে খাটের ওপর রক্তাক্ত অবস্থায় লাশ দেখতে পান।
স্থানীয় বাসিন্দা ও সিলেট সিটি করপোরেশনের সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর শাহানা আক্তার বলেন, দুপুর ১২টার দিকে তিনি এলাকায় এক তরুণীর রক্তাক্ত অবস্থায় লাশ উদ্ধারের খবর পান। নিহত তরুণীর বাবা হাসপাতালে ভর্তি ছিলেন বলে জানতে পেরেছেন। ঘটনাস্থলে পুলিশ আছে। বিষয়টি তারা তদন্ত করছে বলে তিনি জানান।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, ওই কলেজছাত্রী টিকটকে ভিডিও করতেন। তাঁর মামাতো ভাই গতকাল রাতে এলেও আজ সকালে তাঁকে পাওয়া যায়নি। পরিবারের স্বজনেরা তাঁকে সন্দেহ করছেন। তিনি বলেন, কলেজছাত্রীর গলা ও হাতে কাটার দাগ আছে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।