পার্বতীপুরে নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত, দুই ঘণ্টা চলাচল ব্যাহত
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। বুধবার বেলা ৩টা ৩০ মিনিটে পার্বতীপুর রেলস্টেশনে প্রবেশের আগমুহূর্তে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়।
আন্তনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে চিলাহাটি যাওয়ার পথে ট্রেনের পেছন থেকে ২ নম্বর বগির সামনের চারটি চাকা লাইনচ্যুত হলে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত হননি বলে জানা গেছে।
এ ব্যাপারে জানতে চাইলে ট্রেনের এসএসফিটার হুমায়ুন কবির বলেন, হুইল মেজারমেন্ট ভেঙে যাওয়ার কারণে বগিটি লাইনচ্যুত হয়।
ট্রেনের পরিচালক মো. সিফাত জানান, হুইল মেজারমেন্টর বিষয়টি ৫ দিন আগে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশে তাঁদের নজরে আসে। গত রাতে চিলাহাটি থেকে ঢাকা যাওয়ার পথে সান্তাহার রেলস্টেশনে ক্যারেজ ফিটাররা এসে তা ঠিক করে যান। এদিকে ট্রেনটি জয়পুরহাট থেকে বিরামপুর স্টেশনে পৌঁছানোর পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়। বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে জানালে তিনি ৬০ কিলোমিটার স্পিডে গাড়ি চালিয়ে যেতে বলেন।
লোকোমোটিভ মাস্টার মেহেদী হাসান বলেন, ট্রেনের স্পিড পার্বতীপুর-সান্তাহার স্টেশনের মধ্যে ৯০ কিলোমিটার হলেও তিনি নির্দেশনা পেয়ে ৬০ কিলোমিটার গতিতে ট্রেন চালিয়ে নিয়ে আসেন। পার্বতীপুর স্টেশনে প্রবেশের সময় ট্রেন লাইনচ্যুত হয়। পরে তিনটি বগি কেটে রেখে ট্রেনটি স্টেশনে নিয়ে যাওয়া হয়।
পার্বতীপুর রেলওয়ে স্টেশনমাস্টার রেজাউল করিম মুঠোফোনে বলেন, ট্রেনটির তিনটি কোচের হুইল মেজারমেন্ট ভেঙে পড়ে। ট্রেনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় পার্বতীপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করে। কিন্তু এর আগেই ট্রেনের তিনটি কোচ লাইনচ্যুত হয়। ফলে তাঁরা ওই কোচ তিনটি খুলে রাখার সিদ্ধান্ত নেন। দেড় ঘণ্টা পর তিনটি বগি কেটে রেখে ট্রেনটি চিলাহাটি অভিমুখে ছেড়ে যায়। ট্রেনে গতি কম থাকায় দুর্ঘটনায় কোনো প্রকার ক্ষতি হয়নি বলে জানান তিনি।