ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে কচুরিপানা আনতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পুকুরে কচুরিপানা আনতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট গ্রামে এ ঘটনা ঘটে। তারা সম্পর্কে চাচাতো বোন।

মারা যাওয়া দুই শিশু হলো বিদ্যাকুট পশ্চিমপাড়ার ব্যাপারীবাড়ির সামির হোসেনের মেয়ে সিজামনি (৬) ও একই গ্রামের আবদুল আলী মিয়ার মেয়ে তাকিয়া (৫)। সিজামনি বিদ্যাকুট পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।

স্বজনদের বরাত দিয়ে বিদ্যাকুট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাকারুল হক বলেন, গতকাল দুপুরে দুই বোন একসঙ্গে খেলছিল। খেলার একপর্যায়ে বাড়ির পাশে পুকুর থেকে কচুরিপানা আনতে গিয়ে দুজনে পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছিল না। পরে পুকুরে দুজনের লাশ ভেসে ওঠে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুই শিশুর একজনের বাবা ঢাকায় এবং আরেক জনের বাবা গ্রামে থাকেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।