হবিগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে পিকআপ আরোহী ৩ নারী নিহত, আহত ১২

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

হবিগঞ্জের বাহুবলে পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের আরোহী তিন নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশুসহ অন্তত ১২ জন। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টায় ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজলার মৌচাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন মঞ্জিলা বেগম (৪৫), তানজিলা বেগম (৩৫) ও শাহিনুর বেগম (৪৫)। তাঁরা সবাই কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, হোসেনপুর উপজেলার গোবিন্দপুর গ্রাম থেকে ১৭ জন নারী, শিশু ও পুরুষ একটি পিকআপযোগে সিলেটের হজরত শাহজালাল (র.)-এর মাজারে যাচ্ছিলেন। পিকআপটি বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মৌচাক এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই তিন নারীর মৃত্যু হয়।

এ ঘটনায় পিকআপ ভ্যানের আরোহী বিল্লাল মিয়া, আমেনা খাতুন, জুনাইদ মিয়া, সুহেল মিয়া, মুক্তা আক্তার, আরমানসহ ১২ জন আহত হন। তাঁদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম খান বলেন, দুর্ঘটনার পর আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। নিহত ব্যক্তিদের লাশ শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।