প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে চবির শাটল একবার বেশি চলবে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন
ফাইল ছবি

চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে কাল রোববার আওয়ামী লীগের জনসভা। এতে শিক্ষার্থীদের যোগদানের সুবিধার্থে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শাটল ট্রেনটি একবার বেশি যাওয়া-আসা করবে। সাধারণত ট্রেনটি ক্যাম্পাসে দিনে সাতবার আসা-যাওয়া করে।

আজ শনিবার বেলা একটায় প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া। তিনি বলেন, ‘শিক্ষার্থীরা জনসভা উপলক্ষে একটি অতিরিক্ত শাটলের সূচির আবেদন করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে তাঁরা (বিশ্ববিদ্যালয় প্রশাসন) রেলওয়েকে চিঠি দিয়ে অতিরিক্ত সূচি চান। এতে বিশ্ববিদ্যালয়কে কোনো টাকা দিতে হবে না। খরচ রেলওয়ে বহন করবে।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের অন্যতম মাধ্যম হচ্ছে শাটল ট্রেন। নয়টি বগি নিয়ে নগরের বটতলী থেকে ক্যাম্পাসে দিনে সাতবার আসা-যাওয়া করে এ ট্রেন। এ ট্রেনে করে দৈনিক ১০ হাজার শিক্ষার্থী যাতায়াত করেন।

জানতে চাইলে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে শাটল ট্রেনটি সেদিন নির্ধারিত সূচি বাইরে আরও একবার শিক্ষার্থীদের আনা-নেওয়া করবে। জনসভার কারণে কাল সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বটতলী থেকে ট্রেন চলাচল করবে না। ওই সময়ে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন ক্যাম্পাস থেকে ষোলশহর পর্যন্ত চলবে।

আওয়ামী লীগ সরকারের আনুকূল্য পাওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শাটলের অতিরিক্ত সূচি দিয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আহ্বায়ক মোহাম্মদ আল আমিন। তিনি প্রথম আলোকে বলেন, সারা দেশে যান চলাচল বন্ধ করে বিএনপির সমাবেশ আটকানোর চেষ্টা করা হচ্ছে। আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আওয়ামী লীগের সমাবেশ উপলক্ষে পুরো ট্রেনের ব্যবস্থা করেছে। এর কারণ হচ্ছে, কর্তৃপক্ষ আওয়ামী সরকারের আনুকূল্য চায় অথবা আগে আনুকূল্য পেয়েছে, এর প্রতিদান দিচ্ছে। শিক্ষকচালিত প্রশাসনে এ ধরনের কাজ বেমানান। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবার এমনটা হয়েছে।