ব্যবসায়ী আদম তমিজী হকের বিরুদ্ধে টাঙ্গাইলে গ্রেপ্তারি পরোয়ানা

আদম তমিজী হকছবি: ফেসবুক থেকে সংগৃহীত

চেক প্রত্যাখ্যান মামলায় হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ব্যবসায়ী আদম তমিজী হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন টাঙ্গাইলের আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও সদর আমলি আদালতের বিচারক মো. মাহমুদুল মোহসীন এ আদেশ দেন।

মামলায় আদম তমিজী ছাড়াও আরও চারজনের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন আদালত। অন্য আসামিরা হলেন আদম তমিজী হকের স্ত্রী হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক নুসরাত আক্তার হক, আরেক স্ত্রী হক ফুডের পরিচালক লিজা আক্তার হক, হক ফুডের জিএম (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) রেজাউল করিম ও সিনিয়র জিএম (বিডি অ্যান্ড লজিস্টিকস) মুশফাকুর রহমান।

আরও পড়ুন

বাদীপক্ষের আইনজীবী এম এ মালেক আদনান প্রথম আলোকে বলেন, ঢাকার মাহবুব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান কেবিসি অ্যাগ্রো প্রোডাক্টস (প্রা.) লিমিটেডের সঙ্গে হক ফুডের ব্যবসা ছিল। ব্যবসায়িক লেনদেনে ১৯ লাখ ৪৫ হাজার ৩০০ টাকা বকেয়া করে হক ফুড। বকেয়া পরিশোধের জন্য কেবিসি অ্যাগ্রোকে আসামিরা দুটি চেক দেন। চেক দুটি পূবালী ব্যাংকের টাঙ্গাইল শাখায় জমা দেওয়া হয়। কিন্তু ‘অ্যাডভাইস নট রিসিভড’ মন্তব্যের মাধ্যমে ব্যাংক থেকে চেক দুটি প্রত্যাখ্যাত হয়।

আরও পড়ুন

এম এ মালেক বলেন, চেক প্রত্যাখ্যানের ঘটনায় কেবিসি অ্যাগ্রোর পক্ষে ইমরান হোসেন বাদী হয়ে ২০২৩ সালের ৭ ডিসেম্বর ব্যবসায়ী আদম তমিজী হকসহ পাঁচজনের বিরুদ্ধে টাঙ্গাইল সদর আমলি আদালতে মামলার আবেদন করেন। আদালত আবেদনটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন। আজ মামলার শুনানির দিন ধার্য ছিল। আসামিরা আদালতে হাজির না হওয়ায় বিচারক তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং আগামী ২১ আগস্ট মামলার পরবর্তী তারিখ ধার্য করেন।

আরও পড়ুন