সাড়ে ৪ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক

টাঙ্গাইলের বাসাইল উপজেলার সোনালিয়ায় বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল কমিউটার ট্রেনটি বিকল হয়। এর পর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাড়ে ৪ ঘণ্টা বন্ধ ছিল
ছবি: প্রথম আলো

প্রায় সাড়ে চার ঘণ্টা পর আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু রেলপথে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সকালে এই রেলপথের টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের সোনালিয়া এলাকায় একটি ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

টাঙ্গাইল রেলস্টেশনের স্টেশনমাস্টার তরিকুল ইসলাম বলেন, টাঙ্গাইল কমিউটার ট্রেনটি সকাল ৭টা ৮ মিনিটের দিকে টাঙ্গাইল থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। ৭টা ২০ মিনিটে উপজেলার সোনালিয়া এলাকায় ট্রেনটির ইঞ্জিন বিকল হয়। এতে এই পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঢাকা থেকে একটি ইঞ্জিন আনা হয়। ওই ইঞ্জিন দিয়ে টাঙ্গাইল কমিউটার ট্রেনটি দুপুর পৌনে ১২টার দিকে টাঙ্গাইল স্টেশনে আনা হয়। এরপর এই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন