একসঙ্গে হাতমুখ ধুতে গিয়ে আর ফিরল না  ভাই-বোন

পানিতে ডুবে মৃত্যুপ্রতীকী ছবি

নোয়াখালীর কবিরহাট উপজেলায় পুকুরের পানিতে ডুবে বিবি ফাতেমা বেগম (৭) ও আবিদ হোসেন (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে ভাই-বোন। আজ বুধবার সকাল আটটার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রামেশ্বপুর গ্রামের ছরআলী মাঝিবাড়িতে এ ঘটনা ঘটে।

চাপরাশিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন টিটু বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। মারা যাওয়া দুজন ছরআলী মাঝিবাড়ির আবদুল হাইয়ের সন্তান।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সকালে ঘুম থেকে উঠে ভাই-বোন একসঙ্গে ঘরের পাশের পুকুরে হাতমুখ ধুতে গিয়েছিল। দীর্ঘ সময় ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা তাদের খুঁজতে যান। খোঁজাখুঁজির একপর্যায়ে অচেতন অবস্থায় পুকুর থেকে দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুময়ান কবির প্রথম আলোকে বলেন, হাত-মুখ ধোয়ার সময় পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।