‘রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’–এর সংগীত প্রতিযোগিতা

সম্মেলক গানের সঙ্গে প্রদীপ প্রজ্বালন করে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিথিরা। গতকাল সকালে এনায়েত বাজার মহিলা কলেজ মিলনায়তনেছবি: সংগৃহীত

‘জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’ চট্টগ্রাম শাখার বিভাগীয় রবীন্দ্রসংগীত প্রতিযোগিতা গতকাল শনিবার এনায়েত বাজার মহিলা কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধন করতে গিয়ে বক্তারা বলেন, ‘রবীন্দ্রনাথ আমাদের সব সময় পথ দেখিয়ে চলেছেন। সুখ-দুঃখ, আনন্দ-বেদনায় যেমন রবীন্দ্রনাথে আমরা প্রেরণা খুঁজি, তেমনি অসাম্প্রদায়িক সমাজ গঠনেও তিনি পথপ্রদর্শক। আমাদের চলার পথের দিশারি বিশ্বকবি। তাই যত বেশি রবীন্দ্রচর্চা হবে, ততই সমাজ ও দেশ আলোকিত হবে। মানুষের মানবিক ও সামাজিক সত্তা জাগ্রত হবে।’

প্রতিযোগিতায় অতিথি ও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী এ টি এম জাহাঙ্গীর, রোকাইয়া হাসিনা, হিমাদ্রি শেখর ও কাঞ্চন মোস্তফা। এ ছাড়া সম্মিলন পরিষদের চট্টগ্রামের দুই সহসভাপতি এ কিউ এম সিরাজুল ইসলাম ও রীতা দত্ত বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক শিল্পী শ্রেয়সী রায়।

‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ শীর্ষক সম্মেলক গানের সঙ্গে প্রদীপ প্রজ্বালন করে অতিথিরা প্রতিযোগিতার উদ্বোধন করেন। শ খানেক কিশোর-কিশোরী ও তরুণ-তরুণী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

কিশোর বিভাগ (অনূর্ধ্ব-১৬ বছর) ও সাধারণ বিভাগে (১৬ বছরের ঊর্ধ্বে) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সাধারণ বিভাগ থেকে অমিতা বড়ুয়া, ঐন্দ্রিলা চৌধুরী ও প্রাচী সেন ঢাকায় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছেন। কিশোর বিভাগে ঋষিতা মল্লিক, পৃথুলা চৌধুরী, পূর্ণিতা দে ও অন্তিক পাল ঢাকার জাতীয় পর্যায়ে অংশ নেবে।