রাজশাহীতে পরনের পোশাক দেখে পচে–গলে যাওয়া লাশের পরিচয় শনাক্ত

রাজশাহী জেলার মানচিত্র

রাজশাহীর একটি বিল থেকে এক ব্যক্তির পচে যাওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে বিলকুমারী বিলের কালিগঞ্জ ব্রিজসংলগ্ন এলাকায় লাশটি ভেসে ওঠে। এলাকাবাসী খবর দিলে তানোর ও মোহনপুর থানা-পুলিশ সেখানে উপস্থিত হয়। তবে স্থানটি মোহনপুর থানার অধীন হওয়ায় মোহনপুর পুলিশ লাশটি উদ্ধার করে।

ওই ব্যক্তির নাম শ্রী সঞ্জিত হালদার (৪৮)। তিনি তানোরের মাসিন্দা গ্রামের শ্রী বিষু পদ হালদারের ছেলে। সঞ্জিত নদীতে ও বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তানোর ও মোহনপুর উপজেলার সীমান্তঘেঁষা বিলকুমারী বিলের কালিগঞ্জ ব্রিজ এলাকায় একটি লাশ ভেসে উঠলে স্থানীয় ব্যক্তিরা দুই থানাতেই খবর দেন। পরে জানা যায়, এলাকাটি মোহনপুরে পড়েছে। লাশ পচে–গলে গেছে। উদ্ধারের পর বিকেলেই তাঁর পরিচয় মেলে। পরনের পোশাক দেখে তাঁকে শনাক্ত করা হয়।

পরিবারের সদস্যরা বলেন, ৫ জুলাই সঞ্জিত তানোরের শিব নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। পরে এ নিয়ে ৮ জুলাই তানোর থানায় পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম বাদশা বলেন, সঞ্জিতকে তাঁর পরিবার শনাক্ত করেছে। মাছ ধরতে গিয়ে তিনি আর বাড়ি ফিরছিলেন না। পরে ৮ জুলাই জিডি হয়েছিল। ধারণা করা হচ্ছে, তিনি মাছ ধরতে গিয়ে পড়ে যান। এ ছাড়া অন্য ঘটনাও ঘটতে পারে। এ ঘটনায় লাশ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। সন্ধ্যা পর্যন্ত পরিবারের পক্ষ থেকে মামলা হয়নি।