হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে আঘাতের অভিযোগে শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
ফাইল ছবি: প্রথম আলো

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে আঘাত করার অভিযোগে সাখাওয়াত হোসেন ওরফে সোহাগ নামের এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

সাখাওয়াত হোসেন বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭ ব্যাচের ছাত্র এবং জিয়াউর রহমান আবাসিক হলের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে।

আরও পড়ুন

রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ আগস্ট ২৩ ব্যাচের ভর্তি পরীক্ষা চলাকালে দায়িত্বরত শিক্ষকদের সামনে আর্কিটেকচার বিভাগের এক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে শারীরিকভাবে আঘাত করেন সাখাওয়াত। এমতাবস্থায় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের ১৪ ও ১৫ ধারা অনুযায়ী সংঘটিত অপরাধের দায়ে একাডেমিক কার্যক্রম ও আবাসিক হল থেকে তাঁকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের আদেশটি ৩১ আগস্ট থেকে কার্যকর হবে।

এর আগে প্রক্টর বরাবর শারীরিক আঘাতের অভিযোগে একটি লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী শিক্ষার্থী। পরে শ্লীলতাহানি ও নির্যাতনের কথা উল্লেখ করে ওই শিক্ষার্থী আরেকটি অভিযোগ দেন তিনি। অভিযোগে তিনি উল্লেখ করেন, ২৮ আগস্ট দুপুর ১২টায় টিএসসির সামনে সাখাওয়াত হোসেন তাঁর মোটরসাইকেল দিয়ে তাঁর (ভুক্তভোগী) পায়ে অযাচিতভাবে ধাক্কা দেন। প্রতিবাদ করলে সাখাওয়াত তাঁর মুখে জোরে আঘাত করেন। পরে তিনি সাখাওয়াতের শার্টের কলার ধরে মোটরসাইকেল থেকে নামাতে গেলে সাখাওয়াত তাঁর শরীরে হাত দেন এবং একপর্যায়ে মাটিতে ফেলে দেন।

জানতে চাইলে প্রক্টর অধ্যাপক মামুনুর রশিদ প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন সেলে বিষয়টি তদন্তাধীন। সেখান থেকে চূড়ান্ত প্রতিবেদন পাওয়া সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আপাতত ওই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এর আগে ২৮ আগস্ট র‌্যাগিংয়ের দায়ে ছয় শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করে কর্তৃপক্ষ। ২০২৩ শিক্ষাবর্ষের কয়েকজন নবাগত শিক্ষার্থীকে ক্যাম্পাসে ও আবাসিক ছাত্রাবাস-সংলগ্ন এলাকায় হয়রানি করায় র‌্যাগিং প্রতিরোধ ও প্রতিকার নীতিমালা ২০২১ এর ৬ ধারার আলোকে তাঁদের বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়।