গাজীপুর সিটি নির্বাচন: মেয়র পদে বিএনপি নেতার ভাতিজার মনোনয়নপত্র জমা

গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিচ্ছেন বিএনপি নেতা হাসান উদ্দিন সকারের ভাতিজা সরকার শাহ নুর ইসলাম। আজ সকাল সাড়ে ১০টায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে
ছবি: প্রথম আলো

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছেন সরকার শাহ নূর ইসলাম ওরফে রনি। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকারের ভাতিজা।

গাজীপুর সিটি করপোরেশনের গত নির্বাচনে বিএনপি থেকে মেয়র প্রার্থী ছিলেন হাসান উদ্দিন। তাঁকে হারিয়ে মেয়র নির্বাচিত হন ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম। শাহ নূর ইসলামের বাবা নুরুল ইসলাম সরকারও বিএনপির রাজনীতিতে জড়িত। তিনি কেন্দ্রীয় যুবদলের সাবেক যুব ও শিল্পবিষয়ক সম্পাদক। নুরুল ইসলাম বর্তমানে টঙ্গীর আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় জেলে খাটছেন।

আরও পড়ুন

আজ সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন সরকার শাহ নূর ইসলাম। এ সময় তাঁর কর্মী-সমর্থকেরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দেওয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরকার শাহ নূর ইসলাম বলেন, ‘আমি বিএনপি পরিবারের ছেলে। আমার বাবা ও চাচা বিএনপির ত্যাগী নেতা। আমি নগরের প্রতিটা এলাকায় ঘুরেছি। মানুষের মধ্যে আমার প্রতি ভালোবাসা দেখেছি। তাই আমি মেয়র নির্বাচিত হয়ে নগরবাসীর সেবা করতে চাই।’

সরকার শাহ নূর ইসলাম আরও বলেন, ‘আমার বাবা দীর্ঘদিন কারাগারে। তিনি বিএনপির ত্যাগী নেতা ছিলেন। আমি তাঁর পক্ষ হয়ে জনগণের জন্য কাজ করতে চাই।

বর্তমান সরকারের অধীন বিএনপি কোনো স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন। সে ক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে তাঁর প্রতি সমর্থন আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি বিএনপির একজন কর্মী। দলে আমার কোনো পদ-পদবি ছিল না বা নেই। তবে আমি যেহেতু বিএনপি পরিবারের সদস্য, তাই আশা করছি বিএনপির সব ভোটার ও কর্মী–সমর্থকদের পাশে পাব। শুধু তা–ই নয়, দলমত নির্বিশেষে সবাই আমাকে ভোট দেবেন।’

আরও পড়ুন

১৭ এপ্রিল গাজীপুরে এক অনুষ্ঠানে হাসান উদ্দিন সরকার বলেছিলেন, ‘দল সিদ্ধান্ত গ্রহণ করলে আমরা গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগকে মোকাবিলা করব। দল সিদ্ধান্ত না নিলে আমরা কৌশল গ্রহণ করব। আওয়ামী লীগকে খালি মাঠে ছেড়ে দেওয়া হবে না।’

আগামী ২৫ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন। আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ এপ্রিল। এরপর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৮ মে। প্রতীক বরাদ্দ হবে ৯ মে।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, আজ সকাল পর্যন্ত মেয়র পদে ১৩ জন ও কাউন্সিলর পদে মনোনয়পত্র সংগ্রহ করেছে মোট ৪৩৮ জন। এখন পর্যন্ত মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন পাঁচজন। আর কাউন্সিলর পদে দাখিল করেছেন ২৫৯ জন।

আরও পড়ুন