বগুড়ায় বাসচাপায় আদিবাসী ফোরামের নারী সদস্য নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

বগুড়ার শেরপুরে মহাসড়কে একটি বাসের চাপায় আদিবাসী ফোরামের একজন নারী সদস্য নিহত হয়েছেন। ঢাকা-বগুড়া মহাসড়কের শহরের করোতোয়া বাসস্ট্যান্ড এলাকায় আজ রোববার বেলা পৌনে তিনটায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম গঙ্গা রানী (৫৩)। তাঁর বাড়ি উপজেলার বিশালপুর ইউনিয়নের উদগ্রামে। তাঁর স্বামী সুনীল চন্দ্র সরকার।

উপজেলার আদিবাসী ফোরামের নেত্রী সবিতা রানী বলেন, এই দুর্ঘটনায় নিহত গঙ্গা রানী উপজেলার বিশালপুর ইউনিয়নের আদিবাসী ফোরামের কার্যকরী পরিষদের সদস্য ছিলেন। তাঁর স্বামী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। গঙ্গা রানী ব্যক্তিগত কাজে শেরপুর শহরে যাচ্ছিলেন। সড়ক দুর্ঘটনার কবলে পড়ে তাঁর মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী দুজন জানান, করতোয়া বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পারাপারার সময় বগুড়াগামী একটি অজ্ঞাতামা বাস গঙ্গা রানীকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন। উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা নাদির হোসেন প্রথম আলোকে বলেন, মহাসড়কে নিহত ওই নারীর লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম বলেন, দুর্ঘটনার পরই বাসটি বগুড়ার দিকে দ্রুত পালিয়ে যায়। কোন গাড়ির কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার পর গঙ্গা রানীর স্বজনেরা এসে তাঁর লাশ শনাক্ত করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুল ওয়াদুদ বলেন, দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া ওই বাসটির সন্ধান শুরু হয়েছে। বাসটির পরিচয় নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।