মুখোমুখি সংঘর্ষের পর আগুনে পুড়ল বাস ও প্রাইভেট কার, নিহত ১

প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষের পর আগুনে পুড়ছে বাস। আজ বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল হর্টিকালচার এলাকায়ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সংঘর্ষের পর দুটি যানবাহনই আগুনে পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের রাতইল হর্টিকালচারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ উল্লাহ (৪০) মানিকগঞ্জের সানবান্দা গ্রামের আবদুল লতিফের ছেলে। তিনি দুর্ঘটনার সময় প্রাইভেট কারটি চালাচ্ছিলেন।

এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাঁদের কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

গোপালগঞ্জের কাশিয়ানী হাইওয়ে থানার পরিদর্শক আবুল হাসেম ‍মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের বাসটি কাশিয়ানী উপজেলার হর্টিকালচার এলাকায় পৌঁছালে একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সাতক্ষীরাগামী প্রাইভেট কারে প্রথমে আগুন লেগে যায়। পরে প্রাইভেট কারের আগুন ইমাদ পরিবহনের বাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভানোর আগেই গাড়ি দুটি পুড়ে যায়।