বগুড়ায় মশালমিছিল করে ফেরার পথে বিএনপি-যুবদলের দুই নেতা গ্রেপ্তার

বগুড়ার শেরপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুর রহমান ও শহর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম
ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুর উপজেলায় হরতালের সমর্থনে মশালমিছিল করে ফেরার পথে বিএনপি ও যুবদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত আটটার দিকে শেরপুর শহরের রেজিস্ট্রি অফিস মোড় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শেরপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শেরপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহিদুর রহমান (৫৭) এবং শেরপুর শহর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম (৪০)। তাঁদের দুজনের বাড়ি পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের সরদারপাড়ায়।

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম প্রথম আলোকে বলেন, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ওই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৫ নভেম্বর শেরপুর থানায় পুলিশ এ মামলা করেছিল। মামলায় তাঁরা দুজন তদন্তে পাওয়া আসামি।

শেরপুর থানার পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ নভেম্বর পুলিশের করা ওই বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় প্রধান আসামি করা হয়েছে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মো. সিরাজকে। তিনি ছাড়াও মামলায় শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ আরও ৬৭ জনকে আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও অনেককে। গতকাল রাতে গ্রেপ্তার হওয়া দুই নেতাকে আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে বগুড়ার কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিএনপির হরতাল-অবরোধসহ দলীয় কর্মসূচি বাধাগ্রস্ত করতে এবং নেতা-কর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই পুলিশ তাঁদের বিরুদ্ধে অন্যায়ভাবে গ্রেপ্তার অভিযান চালাচ্ছে। এভাবে গ্রেপ্তার করা হলেও বিএনপির দলীয় কর্মসূচিতে কোনো প্রভাব পড়বে না।