‘সম্পাদিত অশ্লীল ভিডিও’ ছড়ানোর অভিযোগে আওয়ামী লীগ নেতার মামলা
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার তাঁকে নিয়ে একটি আপত্তিকর ভিডিও ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন। গতকাল শনিবার দুপুরে নগরের বোয়ালিয়া থানায় নিজে বাদী হয়ে মামলাটি করেন। মামলায় তিনি ভিডিওটিকে ‘এডিট’ (সম্পাদিত) করা বলে দাবি করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, একটি অনলাইন পোর্টালের ফেসবুক পেজে লেখা হয়েছে, কে বা কারা তাঁকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে এডিট করে অশ্লীল ভিডিও তৈরি করেছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেটে ভাইরাল হওয়ার কথা ওই অনলাইন পোর্টালে লেখা থাকলেও সেটি কোথাও পাওয়া যায়নি।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী।
ভিডিওর বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ নেতা ডাবলু সরকার প্রথম আলোকে বলেন, ‘ভিডিওটি এডিট করা। শরীরের ওপরের অংশটি আমার। আমি অনেক সময় জিমে খালি গায়ে থাকি। সেখান থেকে ভিডিওটি নিয়ে অন্য এক ব্যক্তির শরীরের নিচের অংশের সঙ্গে জোড়া দেওয়া হয়েছে। এই ভিডিওতে আমার কোনো কথা নেই। কোনো নারী নেই। এ নিয়ে কারও কোনো অভিযোগও নেই। শুধুই আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য এটা করা হয়েছে। এ বিষয়ে আমি মামলা করেছি। পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে।’
গত শুক্রবার থেকে এই ভিডিও নিয়ে আলোচনা ছড়িয়ে পড়েছে।