বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক নিহত

বগুড়ার শাজাহানপুর উপজেলায় অজ্ঞাত যানের চাপায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে উপজেলার রানীরহাট-দুর্গাপুর আঞ্চলিক সড়কের আশেকপুর ইউনিয়নের মাথাইলচাপড় এলাকা থেকে মোটরসাইকেলসহ ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত ব্যক্তির নাম আছলাম ফকির (৪৫)। তিনি বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বিষাপাড়া গ্রামের বাসিন্দা। পুলিশ ও নিহত ব্যক্তির পারিবার সূত্রে জানা গেছে, আছলাম ফকির গতকাল রাতে মোটরসাইকেল চালিয়ে উপজেলার শাবরুল বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে আশেকপুর ইউনিয়নের মাথাইলচাপড় এলাকায় পৌঁছানোর পর অজ্ঞাত কোনো যান আছলাম ফকিরকে চাপা দেয় বলে ধারণা করা হচ্ছে।

পরে স্থানীয় লোকজন সড়কের ওপর লাশ পড়ে থাকতে দেখে শাজাহানপুর থানায় খবর দেন। আছলাম ফকিরের ভাতিজা রুবেল হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় তাঁর চাচার মৃত্যু হয়েছে বলে তাঁরা ধারণা করছেন। তাই এ বিষয়ে তাঁদের কোনো অভিযোগ নেই।

শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহীন আলী বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তবে নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে কোন যানের চাপায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, সেটা শনাক্ত করা যায়নি।