টেকনাফে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
কক্সবাজারের টেকনাফে পূর্বশত্রুতার জের ধরে আবদুর রাজ্জাক (৪৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। নিহত রাজ্জাক টেকনাফ সদর ইউনিয়নের তুলাতুলি গ্রামের আমির আহমদের ছেলে।
গতকাল সোমবার সন্ধ্যায় টেকনাফ সদর ইউনিয়নের মহেষখালিয়াপাড়ার তুলাতুলি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি।
নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা জানান, গতকাল সন্ধ্যার দিকে আবদুর রাজ্জাক তাঁর বন্ধু মো. আলীসহ বটতলী বাজারে যাচ্ছিলেন। পথে সদর ইউনিয়নের মহেষখালিয়াপাড়া গ্রামে তাঁর গতিরোধ করেন নতুন পল্লানপাড়া গ্রামের সাহাব উদ্দিন, আমান উল্লাহ, মো. সেলিমসহ কয়েকজন। তাঁরা রাজ্জাককে লাঠি দিয়ে পেটাতে পেটাতে গ্রামের ভেতরে নিয়ে যান। পরে স্থানীয় লোকজন মারাত্মক আহত অবস্থায় রাজ্জাককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের চিকিৎসক নাসিম ইকবাল বলেন, হাসপাতালে আনার আগেই রাজ্জাকের মৃত্যু হয়েছে। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।
ওসি মুহাম্মদ ওসমান গণি বলেন, খবর পেয়ে টেকনাফ মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে; পাশাপাশি লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।