লোডশেডিংয়ের সময় নরসিংদী আদালতের কাঠগড়া থেকে পালিয়ে গেলেন আসামি
নরসিংদী আদালতে লোডশেডিংয়ের সুযোগে কাঠগড়া থেকে এক আসামি পালিয়ে গেছেন। আজ সোমবার দুপুরে নরসিংদী জেলা আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুবায়েত আক্তার শিফার আদালতে এ ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া আসামি রিয়াজুল ইসলাম ওরফে হৃদয় (২৫)। তিনি নরসিংদীর রায়পুরা উপজেলার বালুয়াকান্দি গ্রামের বাসিন্দা।
আদালত সূত্রে জানা যায়, রায়পুরায় অটোরিকশা চুরির মামলায় আসামি হিসেবে ৭ জুলাই রিয়াজুলকে গ্রেপ্তার করে রায়পুরা থানার পুলিশ। ওই মামলায় আজ দুপুর সাড়ে ১২টার দিকে নরসিংদী আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুবায়েত আক্তার শিফার এজলাসে শুনানি চলছিল। হঠাৎ লোডশেডিং হলে রিয়াজুল ইসলাম এ সুযোগে কাঠগড়া থেকে বেরিয়ে পালিয়ে যান।
পুলিশ বলছে, ঘটনার পরপরই আদালত চত্বর ও আশপাশের বিভিন্ন এলাকায় রিয়াজুল ইসলামকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশের বিভিন্ন ইউনিট। বিকেল সাড়ে পাঁচটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আদালত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইরুল ইসলাম জানান, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দ্রুত গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট থানা ও অন্যান্য নিরাপত্তা সংস্থাকে অবহিত করা হয়েছে।