নোয়াখালীতে কিশোরীকে ধর্ষণের মামলার আসামি গ্রেপ্তার

ধর্ষণ
প্রতীকী ছবি

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় কিশোরী ধর্ষণ মামলায় মো. সুমন (৩৬) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে নিজ বসতবাড়ির এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গত রোববার সকালে ওই ধর্ষণের ঘটনা ঘটে।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, রোববার সকালে ওই কিশোরী ও তার অসুস্থ নানিকে বাড়িতে রেখে বাজারে যান তার মা। এ সময় সুমন তাদের বাড়িতে গিয়ে কিশোরীকে ধর্ষণ করেন। এ ঘটনায় গতকাল সোমবার কিশোরীর মা বাদী হয়ে সুমনকে আসামি করে মামলা করেন।

পুলিশ জানায়, আজ সকালে ওই কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নোয়াখালীর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা শেষে ২২ ধারায় জবানবন্দি রেকর্ডের জন্য কিশোরীকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বখতিয়ার উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, মামলার পর থেকে পুলিশ অভিযানে নামে। আজ সকালে সুমনকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান।