জ্বালানির বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি বাম গণতান্ত্রিক জোটের

জ্বালানির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিতে রাজশাহীতে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ। সোমবার বিকেলে নগরের সাহেব বাজার এলাকায়
ছবি: প্রথম আলো

সরকারের জ্বালানির মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে ‘অযৌক্তিক’ দাবি করে বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। আজ সোমবার বিকেলে রাজশাহী নগরের সাহেববাজার জিরো পয়েন্ট ও সিলেট নগরের সিটি পয়েন্টে আয়োজিত পৃথক সমাবেশে এ দাবি জানানো হয়।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) রাজশাহী জেলার সদস্য রিদম শাহরিয়ারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা সভাপতি ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক এনামুল হক, বাসদের জেলা আহ্বায়ক আলফাজ হোসেন, সদস্যসচিব শামসুল আবেদিন, সিপিবির যুগ্ম সাধারণ সম্পাদক অজিত কুমার, সম্পাদকমণ্ডলীর সদস্য হুমায়ুন রেজা প্রমুখ।

সিপিবির জেলা সভাপতি এনামুল হক বলেন, আন্তর্জাতিক বাজার থেকে ৬৪-৬৫ টাকায় জ্বালানি কেনে সরকার। কোন যুক্তিতে সরকার জ্বালানির¦দাম বাড়াল, সেটা জনগণের সামনে জবাব দিতে হবে। এখন যুক্তি দেওয়া হচ্ছে, ভারতে পাচার হয়ে যাবে তাই বাড়ানো হয়েছে। পাচারের অযৌক্তিক কারণ তুলে তেলের দাম বাড়িয়ে মানুষের দুর্ভোগ বাড়াতে হবে? তেলের দাম বাড়ায় সবকিছুর দাম বেড়ে গেছে। একটা নৈরাজ্যের মধ্যে ঠেলে দিয়ে সরকার ফায়দা নিতে চাচ্ছে। এটা তাদের করতে দেওয়া হবে না। তাদের ক্ষমতা থেকে টেনে নামাতে হবে।

সমাবেশে বক্তারা আরও বলেন, রাতের ভোট কেটে বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আছে। এ জন্য জনগণের কথা না ভেবে তারা সব সময় গদির চিন্তা করে। জবাবদিহি না থাকায় ইচ্ছেমতো পণ্যের মূল্য বাড়িয়ে দিচ্ছে। জ্বালানির সঙ্গে সবকিছু সম্পর্কিত। সবকিছুর দাম বাড়তে শুরু করেছে। দেশের আর কোনো সম্পদ নেই। সব লুটপাট করা হয়েছে। এ কারণে কঠিন শর্তে ঋণ আনা হচ্ছে। ঋণের বোঝাও মানুষকে টানতে হবে। অবিলম্বে জ্বালানি তেলের দাম কমাতে হবে। বর্তমান সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। আর কেউ এই সরকারকে চায় না।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল। সোমবার বিকেলে সিলেট নগরে
ছবি: প্রথম আলো

এদিকে সিলেট নগরের সিটি পয়েন্টে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা।

বাসদের সিলেটের সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সিপিবির সিলেটের সভাপতি ফরহাদ হোসেন, বাসদ (মার্ক্সবাদী) সিলেটের আহ্বায়ক উজ্জ্বল রায়, ওয়ার্কার্স পার্টি (মার্ক্সবাদী) সিলেটের সভাপতি সিরাজ আহমদ, সিপিবির সদস্য আনোয়ার হোসেন সুমন, বাসদের সদস্য প্রণব জ্যোতি পাল প্রমুখ।

বক্তারা বলেন, বিশ্ববাজারে যখন তেলের দাম নিম্নমুখী, তখন সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। এতে জনগণের ওপর মূল্যবৃদ্ধির বোঝা আরও বাড়াবে। শিল্প, কৃষি, পরিবহন থেকে শুরু করে সব ক্ষেত্রেই জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে। এতে জনজীবনে চরম দুর্দশা নেমে আসতে শুরু করেছে।