গোয়েন্দারা সজাগ না থাকলে গণভবন দখল করত হামলাকারীরা: চিফ হুইপ
জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী বলেছেন, নাশকতাকারীদের উদ্দেশ্য ছিল গণভবন দখল করা। দেশের গোয়েন্দারা সজাগ না থাকলে গণভবন দখল করত হামলাকারীরা। গণভবন দখল হলে বঙ্গবন্ধু হত্যার মতো আরেকটা ভয়াবহ ঘটনার দিকে যেতে হতো।
আজ সোমবার বেলা ১১টার দিকে মাদারীপুরে ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধা অডিটরিয়াম, সার্বিক পেট্রলপাম্প, পুলিশ ফাঁড়ি, পুড়িয়ে দেওয়া বাস ও বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা পরিদর্শন শেষে নূর-ই আলম চৌধুরী এসব কথা বলেন।
নূর-ই আলম চৌধুরী আরও বলেন, সবার দৃষ্টি ছিল ছাত্র আন্দোলনের দিকে। কিন্তু একদল ষড়যন্ত্রকারী সুযোগ বুঝে তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন করেছে। মূলত জামায়াত-বিএনপি এই নাশকতার নেতৃত্ব দিয়েছে। মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার জন্য দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে নাশকতাকারীরা। প্রভাবশালী নেতা ও প্রভাবশালী এলাকা ছক করে বাস্তবায়নের চেষ্টা চালায় দুষ্কৃতকারীরা। বিশেষ ট্রাইব্যুনাল করে জরুরি ভিত্তিতে এই দুষ্কৃতকারীদের বিচার করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ষড়যন্ত্র করতে আর কেউ সাহস না পায়।
মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই আলম চৌধুরী বলেন, ২১ আগস্টের মতো আরেক ষড়যন্ত্র বাস্তবায়ন করত হামলাকারীরা। গোয়েন্দা নজরদারির কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় গণভবন, সংসদ ভবনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান রক্ষা করা সম্ভব হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মাদ মারুফুর রশিদ খান, পুলিশ সুপার মো. শফিউর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহমেদ মোল্লা, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসিবুর রহমান খান প্রমুখ।