পটুয়াখালীতে সৎচাচার নেতৃত্বে ভাতিজার হাত-পায়ের রগ কাটার অভিযোগ
পটুয়াখালীর আলীপুর মৎস্যবন্দরে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে সৎচাচার নেতৃত্বে ভাতিজার হাত ও পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। আজ বুধবার রাত নয়টার দিকে মৎস্যবন্দরের একটি রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই ব্যক্তির নাম মো. হালিম হাওলাদার (৪৫)। ঘটনার পর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা এম সায়েম পুনম বলেন, হালিম হাওলাদারকে তাঁরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেন। তাঁর বাঁ হাত ও ডান পায়ের রগ কেটে গেছে। শরীরেও আঘাতের চিহ্ন আছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হালিম হাওলাদার জানান, তিনি আলীপুর মৎস্যবন্দরের একটি রেস্তোরাঁয় বসে নাশতা করছিলেন। এ সময় তাঁর সৎচাচা সুমন হাওলাদারসহ চার-পাঁচজনের একটি দল ধারালো চাপাতি নিয়ে রেস্তোরাঁয় ঢুকে তাঁর ওপর অতর্কিতে হামলা করে। সন্ত্রাসীদের উপর্যুপরি চাপাতির কোপে তাঁর বাঁ হাত ও ডান পায়ের রগ কেটে যায়। হামলার পর সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে।
হামলার খবর পেয়ে মহিপুর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফেরদাউস আলম খান বলেন, জমিজমার বিরোধের জেরে সৎচাচা সুমন হাওলাদার ও ভাতিজা হালিম হাওলাদারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ওই বিরোধের জেরে আজ হামলা হয়। আগেও একাধিকবার হামলা-মামলার ঘটনা ঘটেছে।