জামালপুরে নিজ ঘর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

লাশপ্রতীকী ছবি

জামালপুরের মেলান্দহ উপজেলায় নিজ বাড়ি থেকে মুখে কাপড় ঢোকানো ও হাত-পা বাঁধা অবস্থায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার দুরমুঠ ইউনিয়নের সুলতানখালী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, শ্বাস রোধ করে ওই গৃহবধূকে হত্যা করা হয়েছে।

মারা যাওয়া গৃহবধূর নাম শাহিনা বেগম (৩৮)। তাঁর স্বামী আবদুস সালাম একজন সেনাসদস্য। তিনি চট্টগ্রামে কর্মরত। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তাঁরা লেখাপড়ার জন্য জেলার বাইরে থাকেন। শাহিনা বেগম বাড়িতে একাই ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন ভোরবেলায় নিয়মিত হাঁটাহাঁটি করতেন শাহিনা। আজ সকালে তিনি বাড়ি থেকে বের হননি। এতে প্রতিবেশীদের সন্দেহ হয়। সকাল সাড়ে ১০টার দিকে এক প্রতিবেশী বাড়ির ফটকে যান। এ সময় ফটকটি বন্ধ দেখে ডাকাডাকি করেন। কিন্তু বাড়ির ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাচ্ছিলেন না। পরে অন্য প্রতিবেশীরা এলে লোকজন দেয়াল টপকে বাড়ির ভেতরে প্রবেশ করেন। তখন দেখা যায় ঘরের দরজা খোলা অবস্থায় খাটের ওপর মুখে কাপড় ঢোকানো ও হাত-পা বাঁধা অবস্থায় শাহিনা বেগমের লাশ পড়ে আছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। পরে দুপুরে ময়মনসিংহ থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে যান।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহাম্মদ প্রথম আলোকে বলেন, ওই গৃহবধূ বাড়িতে একাই থাকতেন। তাঁর মুখে কাপড় ও হাত-পা বাঁধা অবস্থায় ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলের আলামত সংগ্রহের কাজ চলছে। আলামত সংগ্রহের পর লাশটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।