দিনাজপুরে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে কিশোরের মৃত্যু

মৃত্যু
প্রতীকী ছবি

দিনাজপুরের বিরল উপজেলায় শৌচাগারের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে শফিকুল ইসলাম (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে আহত হয়েছেন লিটন দেবশর্মা (২৫) নামের এক তরুণ।

গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটায় বিরল উপজেলার দক্ষিণ জগৎপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম দক্ষিণ জগৎপুর গ্রামের আইনুল ইসলামের ছেলে। আহত লিটন দেবশর্মা একই গ্রামের কুশল দেবশর্মার ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রুহুল আমিন জানান, দক্ষিণ জগৎপুর গ্রামের উপেশ্বর দেবশর্মা একটি নতুন বাড়ি নির্মাণ করছেন। কয়েক দিন আগেই শৌচাগারের সেপটিক ট্যাংকের নির্মাণকাজ শেষ হয়। গতকাল বিকেলে সদ্য নির্মিত সেপটিক ট্যাংকের ভেতরে পড়ে থাকা নির্মাণসামগ্রীর অবশিষ্টাংশ পরিষ্কার করতে নামে শফিকুল। ট্যাংকের ভেতরেই সে অসুস্থ হয়ে পড়ে। তাকে উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। লিটন দেবশর্মা হাসপাতালে চিকিৎসাধীন।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান বলেন, সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। মরদেহ এখনো হাসপাতালেই আছে। পরিবারের লোকজনের সঙ্গে কথা হয়েছে। এ ব্যাপারে বিরল থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।