চকরিয়ায় রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ মাদকসেবীকে কারাদণ্ড
কক্সবাজারের চকরিয়ায় রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইয়াবা সেবনের সময় ১০ জনকে হাতেনাতে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে একজনকে ৩ মাস ও বাকি ৯ জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে চকরিয়া পৌরসভার পুকুরিয়া এলাকায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব। অভিযানে সহায়তা করে চকরিয়া থানা–পুলিশ।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে মাদক সেবনের সময় ১০ জনকে আটক করা হয়। তাঁদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় সাজা দেওয়া হয়েছে।
আটক ব্যক্তিদের মধ্যে মো. সেলিম (৪৫) নামের একজনের কাছ থেকে ইয়াবা উদ্ধার হওয়ায় তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বাকি ৯ জন হলেন মো. রুবেল (২১), মো. রাজীব (২৩), মো. সাকিব (২১), নেজাম উদ্দিন (৩২), মো. বাদশা (৩২), মো. আকাশ (২৫), জসীম উদ্দিন (৪২), কামাল উদ্দিন (৬০) ও মো. বাবুল (২৪)। তাঁরা আদালতে অপরাধ স্বীকার করলে প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, সাজা দেওয়ার পর রাত ১০টার দিকে আদালতের নির্দেশে তাঁদের থানা হেফাজতে নেওয়া হয়েছে। কাল বুধবার সকালে তাঁদের কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হবে।