৫ আগস্টে অভ্যুত্থানের পেছনের নায়ক ছিলেন তারেক রহমান: বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান

কলেজে নবীন বরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্য দেন আহমেদ আযম খান। বুধবার বিকেলে টাঙ্গাইলের সখীপুর সরকারি কলেজেছবি: সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আইনজীবী আহমেদ আযম খান বলেছেন, ‘৫ আগস্টের যে ঐতিহাসিক অভ্যুত্থান হয়েছিল, তার পেছনের নায়ক ছিলেন তারেক রহমান। ছাত্রদল নেতাদের তারেক রহমান ওই সময় নির্দেশ দিয়েছিলেন, “তোমরা ছাত্রদলের ব্যানারে আন্দোলন-মিছিল করবে না। তোমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারের পেছনে থেকে আন্দোলন করবে।” ওই আন্দোলনের মূলশক্তি ছিল ছাত্রদল। গত ১৭ বছরে বিএনপি নেতাদের খুন, গুম, জেল-জুলুম অত্যাচার-নির্যাতনের ফসল হচ্ছে ৫ আগস্টের ঐতিহাসিক অভ্যুত্থান।’

আজ বুধবার বিকেলে টাঙ্গাইলের সখীপুর সরকারি কলেজে (প্রস্তাবিত) নবীনবরণ উৎসবে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। শিক্ষাপ্রতিষ্ঠানটির আগের নাম ছিল সরকারি মুজিব কলেজ।

ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন বিষয়ে আহমেদ আযম খান বলেন, ‘ছাত্ররা কোনো রাজনৈতিক দল করছে না, আমার কথা পরিষ্কার। রাজনৈতিক দল করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত কিছু সমন্বয়ক, তারা সাবেক ছাত্র, বর্তমানে তারা ছাত্র নয়।’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘মার্সিডিজ উপঢৌকন নিয়ে, হেলিকপ্টারে ঘুরে রাজনীতি হয় না। রাজনীতি করতে হলে জনগণের কাছে যেতে হবে। রোদে পুড়তে হবে, বৃষ্টিতে ভিজতে হবে।’  

কলেজের নবীন বরণ উৎসবের উদ্বোধনী বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম হেলাল উদ্দিন। কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শরিফুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম, ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান ফরহাদ ইকবাল প্রমুখ। সব শেষে সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন শিল্পীরা।