নানার হাত ধরে রাস্তা পার হচ্ছিল শিশুটি, ট্রাকচাপায় মৃত্যু
বরগুনার পাথরঘাটায় মিনিট্রাকের চাপায় খাদিজা আক্তার নামে সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়নের বাইনচটকী ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত খাদিজা ওই ইউনিয়নের মধ্য বাইনচটকী গ্রামের হুমায়ূন কবির ও সুরমা বেগম দম্পতির মেয়ে। কাকচিড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলাউদ্দিন প্রথম আলোকে শিশুটির পরিচয় নিশ্চিত করেছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেন, যশোর থেকে ছেড়ে আসা সবজিবাহী একটি মিনিট্রাক পাথরঘাটায় সবজি নামিয়ে বাইনচটকী ফেরিঘাট পায় হয়ে বরগুনা যাচ্ছিল। খাদিজা নামের শিশুটি তার নানা রতন মোল্লার হাত ধরে রাস্তা পার হচ্ছিল। ওই মিনিট্রাকটি ফেরিঘাটে যাওয়ার পথে খাদিজাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। এ সময় উত্তেজিত জনতা ওই ট্রাকের চালক জাহাঙ্গীর আলমকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে খবর পেয়ে পুলিশ এসে নিহত শিশুর লাশ উদ্ধার করে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন আজ দুপুরে প্রথম আলোকে বলেন, শিশুটির লাশ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকচালক জাহাঙ্গীর আলমকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।