কুয়াকাটায় ভেসে এসেছে সাত ফুট দৈর্ঘ্যর মৃত ডলফিন

কুয়াকাটা সৈকতে ভেসে আসা মৃত ইরাবতী ডলফিন
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে সাত ফুট দৈর্ঘ্যের একটি ইরাবতী প্রজাতির মৃত ডলফিন ভেসে এসেছে। এর মাথার অংশে ছেঁড়া জাল প্যাঁচানো রয়েছে।

আজ শনিবার সকালে কুয়াকাটা সমুদ্রসৈকতের জিরো পয়েন্টের পূর্ব পাশে ডলফিনটি দেখতে পান স্থানীয়রা। এ ডলফিনটি রাতের জোয়ারে ভেসে এসেছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে গত ২ মে সৈকতে আরও একটি মৃত ইরাবতী ডলফিন ভেসে এসেছিল।

স্থানীয় বাসিন্দা আবদুল কাইয়ুম জানান, নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। এর মধ্যে ঢেউয়ের সঙ্গে এ ডলফিনটি সৈকতে ভেসে এসে আটকা পড়েছে। তবে ডলফিনটির শরীরের পুরো চামড়া উঠে গেছে। এটি হয়তো কোনো জেলের জালে আটকা পড়ে মারা গেছে।

আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ অ্যাক্টিভিটির পটুয়াখালী জেলার সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, এই ডলফিনটির মুখে যেহেতু জাল আটকানো, তার কারণে মনে হচ্ছে ছেঁড়া জালে আঁটকে এর মৃত্যু হয়েছে। শরীরের অবস্থা দেখে মনে হচ্ছে, দুই-তিন আগে এর মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, ‘গত কয়েক বছরে প্রচুর পরিমাণে ডলফিন মারা যাওয়ার ঘটনা ঘটেছে। ব্যাপক সংখ্যায় ডলফিন মারা যাওয়ার কারণ খুঁজে বের করতে আমরা গবেষণা চালাচ্ছি।’

কুয়াকাটা সৈকত এলাকায় জেলেদের সচেতন করতে কাজ করছেন ডলফিন রক্ষা কমিটি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এর দলনেতা রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বন বিভাগ ও স্থানীয়দের সহায়তায় ডলফিনটিকে উদ্ধার করে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করেছি।’