কুমিল্লায় গাড়ি খাদে পড়ে প্রাণ গেল এক পরিবারের তিনজনের

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

কুমিল্লার দাউদকান্দিতে আজ রোববার সকালে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের তিনজন নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির ইলিয়টগঞ্জের কাছে সকাল সাতটার দিকে সাহারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে ফেনীগামী ব্যক্তিগত গাড়ির চালক নিয়ন্ত্রণ হারালে সেটি মহাসড়কের পাশের খাদে একটি মৎস্য প্রকল্পে ডুবে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

নিহত তিনজন হলেন ফেনী সদরের বাসিন্দা গিয়াস উদ্দিন মাহমুদ ফরাজী (৫২), তাঁর স্ত্রী জাহানারা আক্তার (৪৮) ও শ্যালিকা সালমা আক্তার (৪৫)। গিয়াস নিজেই গাড়িটি চালাচ্ছিলেন। গিয়াস উদ্দিন ফেনীর দাগনভূঁইয়ার পূর্বচন্দ্রপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ের উপসহকারী ভূমি কর্মকর্তা ছিলেন। তিনি বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবং চট্টগ্রাম বিভাগীয় কমিটির মহাসচিব। তাঁর স্ত্রী জাহানারা আক্তার ফেনীর ছাগলনাইয়া উপজেলার ইশাছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। গিয়াস উদ্দিনের শ্যালিকা সালমা আক্তার যুক্তরাজ্যপ্রবাসী ছিলেন।

বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কুমিল্লা জেলা শাখার সভাপতি আবদুল কাদের ও ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বলেন, গতকাল শনিবার ঢাকায় বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কেন্দ্রীয় শাখার সমাবেশ ছিল। গিয়াস উদ্দিন ওই সমাবেশে অংশ নেন। পরে শ্যালিকা সালমার বাসায় যান। আজ ভোরে নিজের গাড়ি নিজেই চালিয়ে স্ত্রী ও শ্যালিকাকে নিয়ে ঢাকা থেকে ফেনী উদ্দেশে রওনা দেন। পথে দুর্ঘটনায় পড়েন তাঁরা।

নিহত গিয়াস উদ্দিনের জামাতা ইসমাইল হোসেন বলেন, গিয়াস উদ্দিন–জাহানারা দম্পতির দুই মেয়ে ও এক ছেলে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক প্রেম দাস দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।