প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল ৯টার দিকে পুরোনো দোতলা ভবনের গোবিন্দ ভান্ডার ও রাজলক্ষ্মী ভান্ডার নামে পাইকারি দোকানে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণ থেকে আগুন লেগে যায় এবং গোবিন্দ ভান্ডারের পেছনের অংশ ও ভবনের সামনের দোতলার বারান্দার রেলিং ধসে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। মারা গেছেন একজন।

ঘটনাস্থল পরিদর্শনে এসে জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল প্রথম আলোকে বলেন, সকালে গদি খুলে বাতি দেওয়ার সময় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ভবনটি ঝুঁকিপূর্ণ। আপাতত পুলিশ ও ফায়ার সার্ভিসের নির্দেশনা ছাড়া ভবনটির ভেতরে কেউ ঢুকতে পারবেন না।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস প্রথম আলোকে বলেন, সকালে গদি ঘর খোলার পর ধুপবাতি দেওয়ার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। কয়েক বছর আগে এ ভবনে আগুন লেগে একজনের মৃত্যু হয়েছিল। গদিঘরগুলোতে বাতাস চলাচলের কোনো ব্যবস্থা নেই। ফলে ভেতরে গ্যাস জমে থাকে।